Okebiz Video SearchTitle:মাথানষ্ট স্কুল চাঁদপুরে🔥 Chadpur Day Tour⚡️ Most memorable journey in my life😍
Duration:13:23
Viewed:46,643
Published:13-08-2019
Source:Youtube

#Chandpur_tour_low_cost
#chandpur_boro_station
#shabduddin_school_and_college
---------------------------------------------


৫০০ টাকায় এক অন্যরকম চাদপুর ভ্রমণের গল্প
আমাদের চাদপুর এর ট্যুর এর দর্শনীয় স্থান ছিলো চাদপুরের “শাহাবুদ্দিন স্কুল এন্ড কলেজ” এবং “বড় স্টেশন, তিন নদীর মোহনা”

আমাদের প্লান ছিলো আমরা চাপুর যাবো সকাল ৮.৩০ মিনিট এর এমভি বোগদাদীয়া লঞ্চ এ করে,কিন্তু সদরঘাট যাওয়ার সময় রাস্তায় জ্যম পড়ায় আমরা ঘাটে পৌছাতে পৌছাতে ৯ টা বেজে যায় ।তারপর আমরা গিয়েছিলাম সকাল ৯.০০ টার “এমভি রফ রফ” এই লঞ্চটি তে, এর ডেকের ভাড়া ছিলো ৭০ টাকা।

তারপর আড্ডা দিতে দিতে হঠাত দেখলাম আমরা চাদপুর ঘাটের খুব কাছাকাছি এসে পড়েছি। কখন যেন ৩. ঘন্টা সময় চলে গেলো টের ই পেলাম না।

ঘাট থেকে বেড় হয়ে আমরা রিকশা নিয়ে চলে যাই বড় ষ্টেশন পার্ক এ। রিকশা ভাড়া নিলো ২০ টাকা। আর যেতে সময় লাগবে ১০ মিনিট,যদিও আমরা একটু খুজে অটোরিক্সা নিয়েছিলাম, কারণ পায়ের টানা রিকশা গুলো ভাড়া ও বেশি নিবে +সময় ও বেশি নিবে,আর আমাদের হাতে সময় খুব কম ,বিকালের মধ্যে ঢাকার লঞ্চ এ ঊঠতে হবে।
১০ মিনিট পর আমরা চলে আসলাম বড় ষ্টেশন পার্ক এর সামনে , কিন্তু এখন মনে হলো ২ জনের ই পেটে প্রচুর ক্ষুদা,তাই দেরী না করে আমরা আমরা পার্ক এর গেটের সামনে একটা রেস্টুরেন্ট এ খাওয়ার জন্য সিধান্ত নিলাম। খাওয়ার পর যা ঘুরার ঘুরবো,
চাদপুর এ এসে ইলিশ না খেলে কি হয়, কিন্তু আমার ইলিশ নিয়ে একটু ভয় আছে তার ভংকর কাটার জন্য। তাই এক প্লেন্ট চিকেন বিরিয়ানি আর এক প্লেন্ট ইলিশ+ভাত নেয়ার সিধান্ত নিলাম।
ইলিশ খাওয়ার সময় আপনি নিজের ইচ্ছামত ইলিশ মাছ নিয়ে দাঁড়িয়ে থেকে ভেঁজে নিতে পারবেন। আর এখানে ৩ রকমের ইলিশ পাওয়ায় যায় ছোট মাঝারী আর বড়। ৭০,১০০,১৫০ টাকা ।
৫ মিনিট এর মধ্যে ইলিশ ভাজা হয়ে গেলে আমরা হাত মুখ দুয়ে খেতে বসে পড়লাম।
কিন্তু এখানে বাধলো সমস্যা। আমরা যেই এক প্লেট চিকেন ব্রিয়ানি নিয়েছিলাম সেটা ছিলো একেবারে ওর্স্ট একটা খাবার,চিকেনটা বেশি ভালো ছিলো না,
কিন্তু ইলিশ টা ছিলো এক কথায় অসাধারণ,মানে টাটকা ইলিশের যে কি স্বাদ সেটা আজকে বুঝতে পারলাম। মানে একদম পার্ফেফেক্ট।
খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতে নিতে মোবাইল হাতে নিয়ে চাদপুর নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করে জানতে পারলাম চাদপুরের লক্ষ্মীপুর বাজারের কাছেই একটু সুন্দর বিদ্যালয় আছে,বিদ্যালয়ের ছবিটি দেখলে প্রথমত মনে হবে এটি কোন রিসোর্ট বা কারো বাংলো বাড়ি, কিন্তু না এটি একটি বিদ্যালয়, এমন প্রত্যন্ত এলাকায় এত সুন্দর একটি বিদ্যালয় আসলেই প্রশংসনীয়।
তারপর আমরা স্থানীয় লোকজন দের জিজ্ঞেস করে কোন যথাযথ তথ্য না পেয়ে পুরোপুরি গুগুল ম্যপ এর উপর ভিত্তি করে যাওয়ার সিধান্ত নিলাম,আর আমরা যেই বড় ষ্টেশন পার্ক এর সামনে এসেছিলাম সেখানে খুব রোদ থাকায় চিন্তা করলাম আমরা স্কুল ঘুরে এসে বিকালের সময় টা এখানে কাটাবো, কারণ জায়গাটা বিকালে জায়গা টা খুব অসাধারণ লাগবে বুঝা যাচ্ছিলো।
রেস্টুরেন্ট থেকে বেড় হয়ে পার্ক এর গেট এর সামনে থেকে লক্ষীপুর বাজার যেতে হলে আমাদের কে আগে যেতে হবে পালে বাজার ব্রিজ এর গোড়া, সেখান থেকে সি এন জি করে লক্ষীপুর বাজার । পার্ক এর গেটের সামনে থেকে পালে বাজার ব্রিজ এর অটো ভাড়া ১৫ টাকা, রিকসা ভাড়া ৪০ টাকা,
অটো ১৫ মিনিট চলার পর চলে আসলাম পালে বাজার ব্রিজ এর গোড়ায়, সেখান থেকে হেটে একটু ব্রিজ এর গোড়ায় গেলেই আপনি লক্ষ্মীপুর বাজারে যাওয়ার সি এন জি পাবেন। ভাড়া নিবে জন প্রতি ২৫ টাকা।
দুরুত্ব প্রায় ৯ কিলোমিটারে আর সময় লাগে প্রায় আধা ঘন্টা। পুরো রাস্তাটি খুব সুন্দর কিন্তু মাঝে ১ কিলোর মত ভাঙ্গা রাস্তা।
প্রায় ৩০ মিনিট সি এন জি চলার পর চলে আসলাম লক্ষ্মীপুর বাজারে,আর সি এন জি মামাকে আমরা আগেই বলেছিলাম আমরা যাবো শাহাবুদ্দিন স্কুলে যাবো, তাই তিনি সি এন জি থেকে নামার পর বিদ্যালয়ের রাস্তা টি দেখিয়ে দিলো। মেইন রাস্তা থেকে নামার পর ২ মিনিট হাটার পথ স্কুল টি।

ঘুরা ফেরা শেষ করে আমরা ঝটপট কয়েকটি ছবি তুলে নিলাম। তারপর বিদ্যালয় ত্যগ করে আবার হেটে চলে গেলাম মেইন রাস্তায়। সেখানে একটু দাড়ালেই সি এন জি পেয়ে যাই আবার সেই পালে বাজার ব্রিজ এর জন্য। আবার ৩০ মিনিট সি এন জি জার্নির পর চলে গেলাম পালে বাজার ব্রিজ এর গোড়া, সেখানে থেকে এবার ৩০ টাকায় অটো রিকশা পেয়ে চলে গেলাম আবার সেই বড় ষ্টেশন পার্ক এর গেইট। তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল ৪ টা বাজে, আমরা সিধান্ত নিলাম এক ঘন্টা এদিকে ঘুরা ফেরা করে ঠিক ৫ টার এমভি বোগদাদীয়া এই বিশাল আকৃতির লঞ্চে করে ঢাকা ব্যক করবো।

১০০ টাকায় এই সিট এ বসে আপনি সেই ফিল পাবেন ৩৫০ টাকার এসি কেবিনে এর কানাকড়ি ও পাবেন না।
এই ছিলো আমাদের চাদপুর ট্যুর এর আদ্যপান্ত। সব ডিটেলস তুলে ধরার চেষ্টা করেছি, তাই অনেক কথা বলতে হয়েছে ।
এবার পুরো খরচ আবার বলি(২ জনের হিসাব এক সাথে)ঃ
সদর ঘাট এ প্রবেশ এর টিকেট- ০৫+০৫=১০ টাকা
যাওয়ার সময় লঞ্চ ভাড়া- ৭০+৭০=১৪০ টাকা
চাদপুর লঞ্চ ঘাট থেকে বড় ষ্টেশন রিকশা ভাড়া-২০ টাকা
খাওয়া দাওয়া- ২ জনের ৩০০ টাকা।
বড় ষ্টেশন থেকে পালে বাজার ব্রিজ অটো ভাড়া – ১৫+১৫= ৩০ টাকা
পালে বাজার ব্রিজ থেকে লক্ষ্মীপুর বাজার- ২৫+২৫=৫০ টাকা
এবার ফিরতি পালা।ঃ
এবার আবার সি এন জি দিয়ে পালে বাজার ব্রিজ এ ব্যক= ৫০ টাকা
ব্রিজ থেকে আবার বড় ষ্টেশন ব্যক- ৩০ টাকা
বড় ষ্টেশন থেকে লঞ্চ ঘাট ব্যক রিকশা ভাড়া– ২০ টাকা
ঘাটে প্রবেশ-০৫+০৫=১০ টাকা
ঢাকার লঞ্চে ব্যক- ১০০+১০০=২০০ টাকা
মোট খরচ_ ৮৬০ টাকা ২ জনের(বাকী ১৪০ টাকা আমরা হাবিজাবি খরচ ধরে নিলাম তার মানে এক জনের খরচ হলো ৫০০ করে ।)
এই ছিলো আমাদের আরেকটি বাজেট ট্রাভেল।

▬▬▬▬▬▬▬▬▬▬▬
My Gears ➤
✔️ Microphone Boya M1/
✔️ Camera-go pro hero 7
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Contract With Me ➤
✔️ Facebook : www.facebook.com/thefahims
✔️ Like My Page👍 : www.facebook.com/thefahimx
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
my popular video➤
২০০০ টাকায় সাজেক ভ্রমণ দেখতে হলে চ্যানেল এ ঘুরে আসতে পারেন

SHARE TO YOUR FRIENDS


Download Server 1


DOWNLOAD MP4

Download Server 2


DOWNLOAD MP4

Alternative Download :SPONSORED
Loading...
RELATED VIDEOS
৫৫০ টাকায় চাঁদপুরে একদিনে লঞ্চ ভ্রমন। চাঁদপুর ট্রাভেল গাইড।journey by launch । ইলিশ ভাজা। Chadpur ৫৫০ টাকায় চাঁদপু...
34:10 | 468,724
৫০০ টাকায় ঘুরে আসুন চাঁদপুরের মিনি কক্সবাজার থেকে | Dhaka to Chandpur Day tour | My First Vlog ৫০০ টাকায় ঘুরে আ...
13:32 | 79,138
ইলিশের বাড়ি চাঁদপুরে তৌহিদ আফ্রিদি | Tawhid Afridi | Chandpur | Hilsa Fish | Vlog 77 ইলিশের বাড়ি চাঁদ...
35:04 | 734,884
রিক্সায় চড়ে নিকলী-মিঠামাইন ঘুরে আসলাম । Most Beautiful Road Trip In My Life । Jalalpur eco Resort । রিক্সায় চড়ে নিক...
10:16 | 89,320
চাঁদপুর ভ্রমণঃ লোহাগড় মঠ, রূপসা জমিদার বাড়ি, বড় স্টেশন পার্ক চাঁদপুর ভ্রমণঃ লো...
10:40 | 269,326
Pakistans' Greatest Shoeshiner 🇵🇰 Pakistans' Greatest Shoeshiner 🇵🇰
20:42 | 49,973
বান্দরবান জার্নি শেষ😢 episode-03 ( ক্যাফে নীল রিসোর্ট, নীলিগিরি ) বান্দরবান জার্নি ...
21:13 | 20,872
এত সুন্দর গ্রাম😍 ।। কল্পনা সেদিন বাস্তবে রূপ নিয়েছিলো😍 ।। 1 Day tour place near Dhaka ।। এত সুন্দর গ্রাম😍 ...
05:43 | 544,259


coinpayu