Title | : | Mone pore A Legacy Concert 30 Year Celebration of Warfaze |
Duration | : | 05:35 |
Viewed | : | 0 |
Published | : | 14-06-2016 |
Source | : | Youtube |
কথা ও সুর -- সঞ্জয়
মনে পড়ে - ওয়ারফেজ
মনে পড়ে
সেই রাতের কথা
তুমি আমি নদী তীরে
একা বসে
কত যে গান
কত যে সুর
কত যে কথা
মনে পড়ে কি তোমারো
বলো না আমায়
তুমি
বলো না
মনে পড়ে
সেই দিনের কথা
কেঁদেছিলে
আমিতো কথনো চাইনি
তোমায় কষ্ট দিতে
তুমি কি তা জানো না
বলো না আমায়
তুমি
বলো না
জানি আমি তুমি যে আমার
তবু কেন দিশেহারা
ভাবি আমি তুমি যে পাশে
তবু কেন আছো দুরে
মনে পড়ে…
জানি আমি এমনি জীবন
তবু জাগে মনে আশা
ভরে যাবে স্বপনে জীবন
যদি তুমি থাকো পাশে
মনে পড়ে
সেই রাতের কথা
তুমি আমি নদী তীরে
একা বসে
কত যে গান
কত যে সুর
কত যে কথা
মনে পড়ে কি তোমারো
বলো না আমায়
তুমি
বলো না
SHARE TO YOUR FRIENDS
Scan me