Title | : | চাঁদপুর ঘোরাঘুরি । মেঘনার মোহনা আর পদ্মার চর । chandpur travel guide |
Duration | : | 05:14 |
Viewed | : | 19,478 |
Published | : | 03-06-2018 |
Source | : | Youtube |
চাঁদপুর ঘোরাঘুরি । মেঘনার মোহনা আর পদ্মার চর । chandpur travel guide
চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এ জেলা অবস্থিত। চাঁদপুরের মানুষ আতিথেয়তার জন্য বিখ্যাত। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে "ইলিশের বাড়ি " নামে ডাকা হয় ।
১৯৮৪ সালের আগ পর্যন্ত এটি বৃহত্তর কুমিল্লার একটি অংশ ছিল ।
বার ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের দখলে ছিল। এ অঞ্চলে তিনি একটি শাসনকেন্দ্র স্থাপন করেছিলেন। ঐতিহাসিক জে. এম. সেনগুপ্তের মতে, চাঁদরায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর। অন্যমতে, চাঁদপুর শহরের (কোড়ালিয়া) পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর। কারো মতে, শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লী থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদীবন্দর স্থাপন করেছিলেন। তার নামানুসারে নাম হয়েছে চাঁদপুর। মুক্তিযুদ্ধের সময় চাঁদপুর ২ নং সেক্টরের অধিনে ছিলো ।
ইলিশের দেশ চাদপুরে দেখার মত রয়েছে অনেক কিছু । তবে হাতে অল্প সময় থাকলে একদিনে এসে ঘুরে যেতে পারেন এখান থেকে । মোহনার বিখ্যাত ইলিশের স্বাদ নিতে ভুলবেন না কিন্তু । এছাড়াও পেতে পারেন নানা রকমের সুস্বাদু দেশি মাছ । সময় করে একবার চেখে যেতে পারেন ওয়ান মিনিটের বিখ্যাত আইসক্রিম । লঞ্চের খোলা বাতাসে সব ক্লান্তি ভাসিয়ে দিন আকাশে ।
SHARE TO YOUR FRIENDS
Scan me