Title | : | লতিফা কি?মানব দেহে কয়টি লতিফা? |
Duration | : | 04:35 |
Viewed | : | 5,058 |
Published | : | 30-10-2021 |
Source | : | Youtube |
আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মাটি দ্বারা সৃষ্টি করেছেন।
এই মাটির মানবদেহ অনুভব ও অনুভূতি দিয়েছেন।
মানুষ যে দেহের অংশগুলো দ্বারা অনুভব করে থাকে তাকে লতিফা বলে।
মানব দেহের ভিতরে দশটি লতিফা আছে।
পাঁচটি ভিতরে এবং পাঁচটি বাহিরে।
ভিতরের পাঁচটি লতিফা আলমের তথা আদেশ জগতের এবং বাহিরের পাঁচটি আলমে খালক্ সৃষ্টিজগতের বলা হয়।
আলমে আমরঃ
১।কলব
২।রুহ
৩।সের
৪।খফী
৫।আখফা
..........................................
আলমে খালকঃ
১।নফস্
২।আব
৩।আতশ
৪।খাক
৫।বাদ
এই লতিফা গুলোর মাধ্যমে মানুষ সৃষ্টির জগতকে উপলদ্ধি করে থাকে।
আল্লাহ তা'আলা বলেন -
মানবের বুকের ভিতরে যা আছে তা আমি জানি।
অর্থাৎ এর ভিতরে রয়েছে কলব সের রুহ খফী এবং আখফা।
SHARE TO YOUR FRIENDS
Scan me