Title | : | Travel in Chandpur,চাঁদপুর ভ্রমন।তিন নদীর মোহনা। চাঁদপুর মিনি কক্সবাজার,অসাধারণ অভিজ্ঞতা। |
Duration | : | 06:50 |
Viewed | : | 4,230 |
Published | : | 29-04-2019 |
Source | : | Youtube |
you can Follow me on
Plzz like this page:
https://www.facebook.com/ghurifiritou...
( একদিনের ট্যুর প্ল্যান)
Hi Friend, আপনারা যদি চাঁদপুর বড় স্টেশন (তিন নদীর মোহনা)চাঁদপুর মিনি কক্সবাজার যেতে চান,তাহলে প্রথমে আপনাকে সদরঘাট যেতে হবে,সেখান থেকে চাঁদপুর গামী লঞ্চে উঠতে হবে,ভাড়া একশ টাকা থেকে শুরু।আমি সাজেস্ট করবো ১৫০ টাকা দিয়ে ২য় শ্রেণির চেয়ার কোচ টিকিট কাটার জন্য,কেবিন ও পাওয়া যায়,তিন থেকে সারে তিন ঘন্টায় পৌঁছে যাবেন চাঁদপুরে,দুপুরের খাবার চাঁদপুর লঞ্চ টার্মিনালের পাশের হোটেলে খেতে পারেন,খাবার শেষ করে রওনা দিতে পারেন বড় স্টেশন, খাবারের হোটেলের পাশের সি এন জি স্টেশন থেকে বড় স্টেশন যেতে পারবেন,আবার আপনি হেটেও যেতে পারেন,হেটে গেলে পাঁচ মিনিট লাগবে,আমি সাজেস্ট করবো নদীর পার দিয়ে হেট যাওয়ার জন্য ,খুব সুন্দর ভিউ পাবেন,বড় স্টেশন হল তিন নদীর মোহনা,সেখানে কিছু সময় কাটাতে পারেন,তিন নদীর মোহনা থেকে টলারে করে যেতে পারেন মেঘনার বুকে জেগে উঠা নতুন চরটিতে, (চাঁদপুর মিনি কক্সবাজার)ভাড়া লাগবে ১০০ টাকা সেখানে বিকাল পর্যন্ত থেকে, সেখান থেকে ফিরে আসুন আপনার গন্তব্যের উদ্দেশ্যে।
SHARE TO YOUR FRIENDS
Scan me