Title | : | সোনাগাজী মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পাল্টে যাচ্ছে জীবনধারা |
Duration | : | 01:55 |
Viewed | : | 8,763 |
Published | : | 09-01-2019 |
Source | : | Youtube |
সোনাগাজী-মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পাল্টে যাচ্ছে জীবনধারা
ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রায় ৩০ হাজার একর জমির উপর গড়ে উঠছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। নদীর তীরে গড়ে ওঠা সোনাগাজী-মিরসরাই অর্থনৈতিক এ অঞ্চলকে ঘিরে মানুষের উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। নদীর তীরে জেগে ওঠা চরে অর্থনৈতিক অঞ্চল ঘোষণার পর থেকে পাল্টে যাচ্ছে এলাকার জীবনধারা। পাল্টে যাচ্ছে পরিবেশ, পাল্টে যাচ্ছে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা।
সোনাগাজী উপজেলা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরেই ইকোনোমিক জোনের মূল কার্যক্রম চলছে। দীর্ঘ পথেও উন্নয়নের ছোঁয়া লেগেছে চোখে পড়ার মতো। রাস্তার দু’ধারে ছোট বড় প্রকল্পের সৌন্দর্য মুগ্ধ করবে সবাইকে। আর এই উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে সোনাগাজী পৌঁছে যাবে উন্নয়নের ধারপ্রান্তে। অঞ্চলটিকে কেন্দ্র করে সোনাগাজী অংশে তৈরি হবে বিমানবন্দর, কলকারখানাসহ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়।
দেশের সর্ববৃহৎ এ অর্থনৈতিক অঞ্চলটি ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ভূমি অধিগ্রহণের পর ২০১৭ সালের জুন মাস থেকে শুরু হয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাজ। অল্প কিছু দিনের মধ্যে সোনাগাজী এলাকায় কাজ শুরু হবে। এতে করে এ অঞ্চলের প্রায় দশ লাখ লোকের কর্মসংস্থান হবে। যার ফলে বেকারত্ব দূর হবে।
SHARE TO YOUR FRIENDS
Scan me