Title | : | Sweet Heart 2 By Chandrabindu |
Duration | : | 05:56 |
Viewed | : | 5,093 |
Published | : | 02-03-2016 |
Source | : | Youtube |
প্রথম কলেজের দিনটা
আজও ঠিক মনে পড়ে সিনটা
দাদা-দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে
আমার চোখটা করে ভন ভন
সুইটহার্ট, আই অ্যাম সিটিং অ্যালোন! সুইটহার্ট, ফর মি দেয়ার ইজ নান!
ঢোক গিলে চলে গেলো প্রথম মাস
মেয়ে দেখলেই ফেলি দীর্ঘশ্বাস
মেয়ে দেখলেই ওঠে নাভিশ্বাস
মেয়েরা ভীষণ স্মার্ট
পরে শুধু মিনিস্কার্ট
আমারই যে শীত করে কন কন কন
সুইটহার্ট, আই অ্যাম সিটিং অ্যালোন! সুইটহার্ট, ফর মি দি’ইজ নান!
তারপরে কেটে গেলো মাস চার
ফিউজ হল যে কতো ফিউচার
বন্ধুরা বাস তুলে একে ওকে তাকে তোলে
আমার প্রাণটা করে চনমন চনমন!
সুইটহার্ট, আই অ্যাম সিটিং অ্যালোন! সুইটহার্ট, ফর মি দি’ইজ নান!
একদিন লন থেকে বেরিয়ে
এক তনয়ার দিকে তাকিয়ে
হট করে কি যে হলো মগজটা ঘুরে গেলো
তার কানের সামনে করি ঘ্যান ঘ্যান ঘ্যান
সুইটহার্ট, আই অ্যাম সিটিং অ্যালোন! সুইটহার্ট, ফর মি দি’ইজ নান!
তারপরে ক্লাস হতো হেবুয়ায়
আমি নিয়ে কিংবা জাঙুয়ায়
একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে
সজোরে সে হাঁটা দিল হন হন হন
সুইটহার্ট, আই অ্যাম সিটিং অ্যালোন! সুইটহার্ট, ফর মি দি’ইজ নান!
কাটিয়ে গোটা পাঁচ উইক-অ্যান্ড
সাথে নিয়ে এলো এক বয়ফ্রেন্ড
বলে এ আমার কেউ নয়
পিসতুতো ভাই হয়
শুনে তাই মাথা ঘোরে ভন ভন ভন
সুইটহার্ট, আই অ্যাম সিটিং অ্যালোন! সুইটহার্ট, ফর মি দি’ইজ নান!
SHARE TO YOUR FRIENDS
Scan me